বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকান পর্যটকদের জন্য সহজ হচ্ছে চাইনিজ ভিসা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চীনে ভ্রমণ আগ্রহী আমেরিকান পর্যটকদের এখন থেকে আর একগাদা কাগজপত্র জমা দিতে হবে না। বরং দেশটির পর্যটক আনতে চীনা সরকার সে দেশে ভিসার আবেদন অনেক সহজ করার ঘোষণা দিয়েছে। আগামী পহেলা জানুয়ারি থেকে যা কার্যকর হবে। শুক্রবার ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে এসব তথ্য জানানো হয়। 

আরো পড়ুন: নেতানিয়াহুকে কারাগারে পাঠানোর দাবিতে উত্তাল তেল আবিব

যার অংশ হিসেবে পর্যটকদের জন্যও নতুন এই সুবিধার ঘোষণা এসেছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়, এখন থেকে আমেরিকার পর্যটকদের চীনের ভিসার জন্য আবেদন করতে আবেদনপত্রের সঙ্গে বিমানের টিকেট বুকিং করার নথি, হোটেল রিজার্ভেশন বা ইনভাইটেশন লেটার জমা দিতে হবে না।

এর আগে চীন সরকার ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার পর্যটকদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ করে দিয়েছে। গত পহেলা ডিসেম্বর থেকে যা কার্যকর হয়েছে। এই সুযোগ আগামী একবছর বহাল থাকবে এবং এই সময়ে উপরের ছয় দেশের নাগরিকরা সর্বোচ্চ ১৫ দিন ভিসা ছাড়া চীন ভ্রমণ করতে পারবেন।

তারও আগে গত নভেম্বর মাস থেকে চীন তাদের ভিসা-মুক্ত ভ্রমণ নীতিতে আরো কয়েকটি দেশকে যুক্ত করেছে এবং সেই সংখ্যা এখন ৫৪।

উল্লেখ্য, চীন সরকারের এত সব উদ্যোগের পরও এ বছর চীনে পর্যটক আগমন ২০১৯ সালের তুলনায় মাত্র ৬০ শতাংশ।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/










চাইনিজ ভিসা আমেরিকান পর্যটক সহজ প্রক্রিয়া

খবরটি শেয়ার করুন