ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোনো কোনো আমদানিকারক পুরোনো আলুর এলসি খুলে নতুন আলু আমদানি করছেন। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি ধরতে পেরে অভিযুক্ত আমদানিকারককে জরিমানা করেছে।
রোববার (২৬শে নভেম্বর) দুপুরে হিলি কাস্টমসের উপকমিশনার বায়েজিদ হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় মেসার্স অনি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ৪০ মেট্রিক টন নতুন আলু আমদানি করে। কিন্তু ঘোষণায় বলা হয় সেই আলু পুরোনো। বিষয়টি হিলি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তাদের চোখে ধরা পড়ে। মিস ডিক্লারেশনে আলু আমদানির কারণে প্রথমে ১ লাখ ৪ হাজার টাকা অতিরিক্ত শুল্ক আদায় করা হয়। পরে অনিয়মের কারণে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বায়েজিদ হোসেন আরও বলেন, ‘দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। তবে কিছু অসাধু আমদানিকারক পুরোনো আলু আমদানির ঘোষণা দিয়ে নতুন আলু আমদানি করছেন। আমরা হিলি কাস্টমস সব সময় সতর্ক রয়েছি।’
ওআ/ আই. কে. জে/