মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ

ইঁদুর নির্মূলে ডিরেক্টর নিয়োগ, বেতন বছরে ১ কোটি ৬৫ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ইঁদুরের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ইঁদুর নির্মূলে কর্মকর্তা নিয়োগ করার ঘোষণা দিয়েছিল শহর কর্তৃপক্ষ। অবশেষে ‘ইঁদুর জার’ নামের ওই পদে দীর্ঘ প্রতীক্ষিত নিয়োগ সম্পন্ন করেছে নিউইয়র্ক সিটি।

বছরে ১ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার বেতনে ওই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক শহরে ইঁদুর নির্মূলে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাথলিন কোরাডি। তিনি শহরের ‘ডিরেক্টর অব রডেন্ট মিটিগেশন’ বা ইঁদুর প্রশমনের পরিচালক হবেন বলে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত ক্যাথলিন কোরাডি এর আগে শিক্ষা বিভাগের ইঁদুর হ্রাস প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।

ব্লুমবার্গ বলছে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বরাবরই ইঁদুর নিধনের পক্ষে। গত বছরের ডিসেম্বরের শুরুতে তিনি বলেছিলেন, শহরের ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি লোক খুঁজছেন এবং এই কাজে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বছরে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বেতন দেওয়া হবে।

ক্যাথলিন কোরাডির নিয়োগ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমি মনে করি, ইঁদুরের বিরুদ্ধে লড়াই করার কাজে এই বেতন যথেষ্ট নয়।’

অবশ্য নতুন পদে কোরাডি যে বেতন পাচ্ছেন তা নিউইয়র্ক শহরের একজন কর্মকর্তার জন্য বেশ সামান্য। কারণ নিউইয়র্কের মেয়রের যোগাযোগ পরিচালক বছরে ২ লাখ ১১ হাজার ডলার আয় করে থাকেন।

মজার বিষয় হচ্ছে, এই চাকরির বিজ্ঞাপনটি দেখার পর কোরাডির সেটি সত্য বলেই মনে হয়নি। ক্যাথলিন কোরাডির ভাষ্য ছিল, ‘যখন আমি প্রথম এই চাকরির বিজ্ঞাপনটি দেখি, তখন আমি নিশ্চিত ছিলাম না যে এটি মিথ্যা কোনও বিজ্ঞপ্তি কিনা।’

শিক্ষা বিভাগের ইঁদুর হ্রাস প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার সময় প্রায় ৭০ শতাংশ স্কুলে কোরাডি বেশ ভালো ফল এনে দিয়েছিলেন। পরে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মেয়র এরিক অ্যাডামসকে ফোন করেন তিনি। এডামসের ভাষায়, ‘এই চাকরির বিজ্ঞপ্তিটি যেন তার জন্যই দেওয়া হয়েছিল।’

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন: আরএফএল গ্রুপে চাকরি, ৫০ বছরেও আবেদন করা যাবে

ইঁদুর নির্মূল চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250