শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

উইঘুর শহীদদের স্মরণে ওয়াশিংটনে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

চীনে গণহত্যার শিকার উইঘুর শহীদদের স্মরণে আগামী ৫ জুলাই ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের বাইরে বিক্ষোভের আয়োজন করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক সংস্থা, ক্যাম্পেইন ফর উইঘুরস (সিএফইউ)। এ বিক্ষোভে অংশ নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায় তারা।

জুনের শুরুতে, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস (ডব্লিউইউসি) উরুমচিতে ১৯৮৮ সালের গণতন্ত্রপন্থী উইঘুর ছাত্র বিক্ষোভের ৩৫তম বার্ষিকী স্মরণ করে। 

ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস জানায়, ১৯৮৯ সালের তিয়ানানমেন স্কয়ার ঘটনার আগেই উরুমচি বিক্ষোভ সংঘটিত হয়। ক্রমে এটি চীনের বিরুদ্ধে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রতিবাদ আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে বৈষম্যমূলক শিক্ষা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ শিক্ষা নীতির দ্বারা উইঘুর শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত হয়, তাদের উপর জন্মনিয়ন্ত্রণ নীতি জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় এবং লোপ নূর অঞ্চলে পারমাণবিক পরীক্ষার বিধ্বংসী প্রভাব পড়ে স্থানীয়দের উপর। 

এ ব্যাপারে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি ডলকুন ইসা বলেন, ১৯৮৮ সালে যদিও প্রতিবাদের সুযোগ ছিল, বর্তমানে সে সুযোগও নেই।

আই. কে. জে/


Important Urgent

খবরটি শেয়ার করুন