বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চ ক্ষমতার ক্যামেরার আওতায় আসছে পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

পদ্মা বহুমুখী সেতু - ছবি: সংগৃহীত

পদ্মা বহুমুখী সেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার আওতায় আনার কর্মযজ্ঞ শুরু হয়েছে। এরইমধ্যে সেতুর নিচ তলায় অপটিক্যাল ফাইবারের কাজ চূড়ান্ত পর্যায়ে। সেই সঙ্গে আরও ৫০ ক্যামেরা স্থাপনের প্রস্তুতি চলছে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন সাংবাদিকদের বলছেন, আগামী তিন মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। সেতুর নিরাপত্তার জন্য মনিটরিং আরও জোরদার হবে।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুতে অধিকতর নিরাপত্তার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার আওতায় আনা হচ্ছে। সেজন্য সেতুর নিচ তলা ও ওপর তলায় ক্যামেরা স্থাপনের প্রস্তুতি চলছে। এরইমধ্যে সেতুর মাওয়া প্রান্তে পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেন্টার থেকেই ক্যামেরার মাধ্যমে জাজিরা ও মাওয়া প্রান্তসহ পুরো সেতু সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। সবগুলো ক্যামেরার ভিডিও একমাস সংরক্ষণ করা হবে। যার সুবিধা নিতে পারবে আইন-শৃঙ্খলা বাহিনীও। সড়কপথ, রেলপথ, টোল প্লাজা ও সেতুর আশপাশের নদী এবং অ্যাপ্রোচ রাস্তা এর আওতায় থাকবে।

বিআরটিএ'র সার্ভারের সঙ্গে যুক্ত থাকায় যানবাহনের সব তথ্যও দৃশ্যমান হবে। এতে সহজেই সঠিক স্থান উল্লেখ করে পরবর্তীতে রকম চ্যালেঞ্জ হলে দ্রুতই নির্দেশনা দেয়া যাবে। সেতু এলাকায় যেকোনো ধরনের অপরাধ শনাক্ত করতে সক্ষম হতে যাচ্ছে এই মনিটরিং সেন্টার।

আরো পড়ুন: শিক্ষাক্রমে পরিবর্তনের ফল দেখতে আরও সময় লাগবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগামী তিন মাসের মধ্যেই পুরো সেতু ও অ্যাপ্রোচ, ক্যামেরার আওতায় আনা সম্ভব হবে। সেতুর দুই প্রান্তের টোল প্লাজার পিটিজেড, ডোম, বুলেট ও ফিসআই চার ধরনের ৫২টি ক্যামেরা এরই মধ্যে ব্যবহার হচ্ছে। নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে পুরো সেতু জুড়ে আরও ৫০টি উচ্চ ক্ষমতার ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এম/


পদ্মা বহুমুখী সেতু

খবরটি শেয়ার করুন