ছবি-সংগৃহীত
বয়স নিয়ে প্রশ্ন পছন্দ না ঋতুপর্ণার। কয়েকদিন আগে বাংলাদেশে এসে এরকমই বলেছিলেন। গণমাধ্যমের এক প্রশ্নে হয়েছিলেন মহাবিরক্ত। এবার ওপার বাংলায় গিয়েই খুললেন আব্রু। সামাজিক মাধ্যমে পোস্ট করলেন নিজের বিকিনি পরা ছবি। আর সেই ছবিতে মন্তব্য করলেন টলিউডের আরেক লাস্যময়ী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
নিজের ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি প্রকাশ করে ঋতু ক্যাপশনে লিখেছেন, “দত্তা মুক্তির আগে নিজের সঙ্গে কাটানো কিছু সময়।” এমন আবেদনময়ী ছবির দাপটে উড়ে গেছে অভিনেত্রীর বয়স।
আরও পড়ুন: এবার এমপি নির্বাচন করবেন মাহি!
৫১ বছরে ছড়ানো ঋতুপর্ণার এমন সৌন্দর্যে বুদ হয়েছেন নেটাগরিকরা। বিভিন্ন মন্তব্য করেছেন তারা। তাদের সঙ্গে শামিল হয়েছেন শ্রাবন্তী। মন্তব্যের ঘরে রেখে গেছেন আগুনের এক ইমুজি। তিনি বুঝিয়ে দিয়েছেন আজও হট ঋতুপর্ণা।
তবে এই পোস্ট নিয়েও হয়েছে সমালোচনা। ট্রলের শিকার হতে হয়েছে তাকে। তাতে অবশ্য মাথা ঘামান না ঋতু। কেননা নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন তিনি। মন যা চায় তাই করেন।
সম্প্রতি ঋতুপর্ণা কাজ করছেন যৌথ প্রযোজনার একটি ছবিতে। ‘স্পর্শ’ নামের এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন ঢালিউডের নিরবের সঙ্গে।
এসি/ আই. কে. জে/