ছবি: সংগৃহীত।
ভারতে এক ব্যক্তির স্ত্রীর সংখ্যা ৪০। ঘটনাটি ঘটেছে বিহারে। ওই ব্যক্তর নাম রূপচাঁদ। তবে রূপচাঁদ নামে কোনো ব্যক্তি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কেননা, আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা এই তথ্য পেয়েছিলেন বিহারের এমন একটি এলাকা থেকে, যেখানে যৌনকর্মীরা বসবাস করেন।
অবাক করা এই ঘটনা ইতিমধ্যেই অনলিন-অফলাইনে আলোচনা- সমালোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি প্রথম জানা গেছে আদমশুমারি করতে গিয়ে। কর্মীরা যখন তথ্য সংগ্রহ যান, তখন একে একে কয়েকজন নারী নিজের স্বামীর নাম বলেন ‘রূপচাঁদ’।
শুরুতে আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা ততটা গুরুত্ব না দিলেও একই নাম বারবার আসতে থাকায় তারা অবাক হয়ে যান। গুনে দেখা যায়, একে একে ৪০ জন নারী তাদের স্বামীর নাম একই বলেছেন।
আরো পড়ুন: কোলে তুলে দোল খাওয়ানোর চাকরিতে বেতন ২৬ লাখ টাকা
পরে কর্মীরা ওই নারীদের সন্তানদের কাছে বাবার নাম জিজ্ঞাসা করেন। সবাই একই উত্তর দেন, তাদের বাবার নাম রূপচাঁদ। পরে আদমশুমারিতে এই নাম নথিভুক্ত করা হয়।
ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহের সময় এই বিষয় নজরে আসে। সেখানে বসবাস করা নারীরা নিজেদের স্বামীর নামের জায়গায় রূপচাঁদ নামটি ব্যবহার করেন। তাদের সবার সন্তানদের বাবার নামের জায়গায় এ নাম ব্যবহার করা হয়।
বিহার রাজ্যে গত ৭ জানুয়ারি থেকে আদমশুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই রাজ্যে আদমশুমারি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এমএইচডি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন