মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এখনি মুক্তি পাচ্ছে না ৫ মার্কিন নাগরিক: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

নাসের কানানি। ফাইল ছবি

ইরানে বন্দি থাকা মার্কিন পাঁচ নাগরিক এখনি মুক্তি পাচ্ছেন না। তাদের মুক্তির প্রক্রিয়ায় দুই মাসের মতো সময় লাগবে। সোমবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি দেশটির  গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এসময় তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে। এই প্রক্রিয়াটি হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে।’

চলতি মাসের শুরুতে তেহরান এবং ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, ইরানে বন্দি পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের ৬ বিলিয়ন ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে।

এম.এস.এইচ/

ইরান-যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন