সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা: ধা ধিন ধিন ধা – খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ধা ধিন ধিন ধা

–খোকন কুমার রায় 

মাথার চেয়ে  মুকুট ভারী

ওজন সামলাই কি করে

বাঁশের চেয়ে কঞ্চি বড়

কারণ টা জিগাই কারে!

ছোট্ট পেটে বেশি খেলে

হজম হয় গোলমেলে

আপন ক্ষমতা জেনে

লও রে খানা পাত ভরে!

প্রাপ্তি বেশি যোগ্যতার চেয়ে

রাখি যে পা কোন খানে

দেশবাসী দেখে অবাক

মুই  কি যে হনুরে!

কত সুন্দর বাড়ি গাড়ি 

আর পোশাক ঝলমলে 

এত কিছু কোত্থেকে পাস

বসে ভাবি অন্দরে!

জানিতাম লাভ দুই আনা

এই টুকুতে মন ভরে না

রাজনীতির লেবাস ধরে

ষোল আনাই দিলাম মেরে!

আমারে আর কেবা ধরে

থাকি যে মুই লন্ডনে

দেশের সম্পদ লুটেপুটে 

ধা ধিন ধিন ধা বাজাই রে!

গরিবের চোখ ভেসে যায়

ধনীদের এই বাজারে

ওই দেখ ঐ তারা যায়

হতে রঙ্গীন পার্লারে!

Important Urgent

খবরটি শেয়ার করুন