সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোনো রকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই ব্রিফিং হয়। 

আরো পড়ুন: হজযাত্রীদের ভিসা ইস্যু করতে সৌদি দূতাবাসকে মন্ত্রণালয়ের তাগিদ

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।’

সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম ও রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এম/

 

Important Urgent

খবরটি শেয়ার করুন