সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কাপড় ধোয়া যন্ত্রের ব্যবহার বাড়ছে

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪০ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

নগর কিংবা গ্রাম, যেখানেই বসবাস করেন না কেন, টিভি, ফ্রিজ ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি এখন শুধু প্রয়োজন নয়, দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। দিন যত যাচ্ছে, একটু ঝামেলাহীন জীবন ও ঝটপট কাজের প্রয়োজনে গৃহস্থালিতে বাড়ছে ছোট-বড় বেশ কিছু ইলেকট্রনিক পণ্যের চাহিদা। তাতে এসব পণ্যের বাজার দিন দিন বড় হচ্ছে। তেমনই একটি পণ্য কাপড় ধোয়ার যন্ত্র বা ওয়াশিং মেশিন। নগরজীবনে দ্রুত বাড়ছে এ পণ্যের চাহিদা। বিশেষ করে করোনাকালে দেশে ওয়াশিং মেশিনের বাজারটি দ্রুত বড় হতে শুরু করে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টিভি, ফ্রিজ ও এসির পর ঘরের কাজে ব্যবহারের জন্য এখন ওয়াশিং মেশিনের চাহিদা বেশি থাকে। বাজারে আছে নানা মাপের, দামের ও ব্র্যান্ডের ওয়াশিং মেশিন।

দেশের বাজারে স্যামসাং, হায়ার, হিটাচি, ওয়ার্লপুল, ইলেক্ট্রা, সিঙ্গার, বাটারফ্লাই, এলজি, ওয়ালটন, ভিশন, যমুনা, কনকা ও মিনিস্টার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাওয়া যায়। বাজারে তিন ধরনের ওয়াশিং মেশিন রয়েছে। এগুলো হলো অটোমেটিক, সেমি অটোমেটিক ও ম্যানুয়াল। বৈশিষ্ট্যের দিক থেকে ওয়াশিং মেশিন আরও তিন ধরনের—ওয়াশার ড্রায়ার, টপ লোডিং ও ফ্রন্ট লোডিং। দেশি ব্র্যান্ডের কিছু ওয়াশিং মেশিন পাওয়া যায় ১৫ হাজার টাকার মধ্যে। তবে আরেকটু বেশি দামে কিনলে ভালো মানের ওয়াশিং মেশিন পাওয়া যায় বলে জানান খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্রান্সকম ডিজিটালের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ৩২ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন মানের ওয়াশিং মেশিন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেও ওয়াশিং মেশিন বিক্রি ভালো ছিল। এখন গরম বেশি পড়ায় এসির বিক্রি বেড়েছে। তবে যেকোনো উৎসবকে কেন্দ্র করে ইলেকট্রনিক পণ্যের চাহিদা বাড়ে। আর বছরজুড়ে আমরাও ক্রেতাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকি।’

গৃহস্থালিতে এখন টিভি, ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন ছাড়াও যেসব ইলেকট্রনিক পণ্যের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে আছে ব্লেন্ডার, মিক্সচার, রাইসকুকার, ইলেকট্রিক কেটলি, জুসার, টোস্টার, কফি মেকার, প্রেশারকুকার, আয়রন, ভ্যাকুয়াম ক্লিনার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন ইত্যাদি। বাজার বাড়তে থাকায় আমদানির পাশাপাশি এসব পণ্য উৎপাদনে নজর দিয়েছে দেশীয় কোম্পানিগুলোও। তাতে আমদানি যেমন কমেছে, তেমনি আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছেন ক্রেতারা।

একাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে দেশে গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের প্রায় ১০ হাজার কোটি টাকার বাজার রয়েছে। গত কয়েক বছরে ২০ থেকে ২৫ শতাংশ হারে গৃহস্থালি ইলেকট্রনিক পণ্যের বাজারটি বড় হচ্ছে।

এমএইচডি/

আরো পড়ুন:

বছরের প্রথম প্রান্তিকে গাড়ি বিক্রি কমেছে ৩১ শতাংশ

শিল্প পণ্য বাজার প্রযুক্তি পণ্য ইলেকট্রনিক পণ্য বাণিজ্য সংবাদ কাপড় ধোয়ার যন্ত্র ওয়াশিং মেশিন

খবরটি শেয়ার করুন