শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

কিরণের দাদাগিরি জানার পর চাকরি চাইলেন সৌরভ গাঙ্গুলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মোবাইল ফোন দিয়ে ভিডিও নির্মাণ  করে পশ্চিমবঙ্গের সফল ইউটিউবার কিরণ দত্ত। তিনি বংগাই নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার অসংখ্য অনুসারী। তবে শুরুটা খুব সহজ ছিল না কিরণের। পরিবার থেকে পাননি সহযোগিতা।

 ইউটিউব থেকে প্রথম যখন টাকা আয় শুরু করলেন কিরণ তখন তার মা বুঝতে পেরেছিলেন ছেলে খুব একটা ভুল কোনো কাজ করছে না।

একের পর এক ভিডিও বানিয়ে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যান কিরণ। দেব থেকে শুরু করে বহু তারকা সিনেমার প্রচারণার জন্য কিরণের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। কারণ তার ভিডিও পোস্ট হওয়া মাত্রই তা মুহূর্তে লাখ ভিউ ছাড়িয়ে যায়।

আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা!

এবার দাদাগিরির মঞ্চ থেকে ডাক পেয়ে নিজের জীবনের নানা কথা বলেছেন কিরণ। অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথোপকথনের মাঝে হঠাৎ তিনি বলে বসেন মাস গেলে ঠিক কত টাকা আয় করেন।

সোশ্যাল মিডিয়া স্টাররা মাসে কত টাকা আয় করেন তা জানার কৌতুহলের শেষ নেই। তবে মোটেও প্রকাশ্যে তা নিয়ে আলোচনা করেন না কেউই। কারণ তা নিয়ম বিরুদ্ধ। তবে একটা আঁচ দিতে পারেন তিনি। যা একাধিকবার ভক্তদের আর্জি রাখার জন্য দিয়েছিলেন কিরণ।

মঞ্চে তাই সৌরভকেও ফেরালেন না। সৌরভ অনুমান করে বলেন মাস গেলে ভালোই রোজগার হয়, ১০ থেকে ১২ লাখ? উত্তরে কিরণ জানান, তিনি সেটা বলতে পারবেন না, তবে হয় ভালোই, কাছাকাছি। শুনে চমকে যান সৌরভ। মজা করে বলে বসেন কিরণ কী তাকে একটা চাকরি দেবেন? কিরণও হেসে ওঠেন।

এসি/ আই.কে.জে/



সৌরভ গাঙ্গুলি কিরণ দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250