ফাইল ছবি (সংগৃহীত)
কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
সোমবার (১৮ই ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, কুয়েতের আমিরের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গত ১৬ই ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শোক প্রকাশের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র ইন্তেকালে ১৮ই ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার (১৬ই ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ওআ/
খবরটি শেয়ার করুন