২৪নম্বর ওয়ার্ডে জেড কাউন্সিলর এ মাহমুদ ডন ও ১৩নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহম্মেদ টোনা ছবি: সংগৃহীত
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দুই ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেস কেসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।
তারা হলেন নগরীর ১৩নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও ২৪নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন।
রিটার্নিং কর্মকর্তা জানান, এ দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজনকে শুক্রবার (২৬ মে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
১৬ মে ১৩নম্বর ওয়ার্ডে একজনমাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া ঋণখেলাপীর কারণে ২৪নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. শমসের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আপিলেও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিন্টু উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।
২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শমসের আলী মিন্টু জানান, ইতোমধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। রোববার (২৮ মে) শুনানির কথা রয়েছে।
আরো পড়ুন: আসন্ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাড়ছে বরাদ্দ
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, যদি উচ্চ আদালত কোনো নির্দেশনা দেন, তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টোনা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২৪নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
এম/
খবরটি শেয়ার করুন