বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ *** 'সেভেন সিস্টার্স' নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে 'ঝড়' থামছে না ভারতে *** বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে *** 'সংখ্যালঘু সদস্য হিসেবে এখন কতটা নিরাপদ' প্রশ্নে যা বললেন দেবপ্রিয় *** ছেলে তারেকের পরিবারের সঙ্গে লন্ডনের পার্কে ঘুরতে বেরিয়েছেন খালেদা জিয়া *** ভারতের বদলে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর চীনে কেন, ব্যাখ্যা দিলেন ড. দেবপ্রিয় *** মরণোত্তর অঙ্গদানে নিবন্ধন করেছেন ৭০ লাখের বেশি চীনা *** ইউনূস-মোদির বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে

গোর-এ শহীদ ঈদগাহে একসঙ্গে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের নামাজে একসঙ্গে প্রায় ছয় লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন আয়োজকরা।

আজ শনিবার সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেশের অন্যতম বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।

২২ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক স্থাপত্যশৈলীতে এখানে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ২০১৭ সাল থেকে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ খুব সকাল থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঐতিহাসিক এ ময়দানে। ৯টা বাজতেই মুসল্লিদের সমাগমে পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বৃহৎ এই জামাতের প্রধান উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আজ একসঙ্গে ৬ লাখের মতো মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছে। তিনি বলেন, আগামীতে মুসল্লিদের সংখ্যা বাড়লে মাঠের পরিধি বাড়ানোর ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, অজুখানা। এ ছাড়া ঈদগাহে ছিল মেডিকেল টিমও। পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ছিল চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এম/

আরো পড়ুন:

ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেন-মোদিসহ বিশ্ব নেতারা

মুসল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন