সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘড়ির ব্যবসায় নাম লেখালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ক্রিস্টিয়ানো রোনালদো - ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ি ও ঘড়িপ্রেমের কথা তো কমবেশি সবারই জানা। এই তারকার সংগ্রহে আছে রোলেক্স, হাবলট, কার্টিয়ের, ফ্র্যাঙ্ক মুলারের মতো ব্র্যান্ডের দামি সব ঘড়ি। ঘড়িপ্রেমী রোনালদো এবার সংগ্রাহক থেকে বিনিয়োগকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অনলাইনে ঘড়ি বিক্রির প্ল্যাটফর্ম 'ক্রোনো২৪' -এ টাকা ঢেলেছেন পর্তুগিজ মহাতারকা।

২০০৩ সালে প্রতিষ্ঠিত 'ক্রোনো২৪' নামের ঘড়ি বিক্রির অনলাইন প্ল্যাটফর্মটি দামি ঘড়ির সংগ্রহের জন্য বিখ্যাত। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কোম্পানির কিছু শেয়ার কিনেছেন আল নাসর ফরোয়ার্ড। তবে ঠিক কী পরিমাণ শেয়ার রোনালদো কিনেছে, তা জানানো হয়নি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতেও দেখা গেছে ক্রোনো২৪ এর প্রতিষ্ঠাতা টিম স্ট্রাকের সঙ্গে দাঁড়িয়ে আছেন আল নাসর তারকা।


ক্রিস্টিয়ানো রোনালদো - ছবি: সংগৃহীত

ইউটিউবে এক ভিডিওতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘পৃথিবীতে যাঁরা ঘড়ি ভালোবাসেন, তাঁদের জন্য দারুণ খবর—ক্রিস্টিয়ানো রোনালদো শেয়ারের মালিক হিসেবে ক্রোনো২৪–এ যোগ দিয়েছেন।'

তবে সেই বার্তায় আরও বলা হয়েছে, রোনালদোই তাদের প্রতিষ্ঠানের এমমাত্র সেলেব্রিটি না। আরও কিছু সেলিব্রেটি অতি দ্রুতই তাদের প্রতিস্থানের সঙ্গে যোগ দেবেন।

অনলাইন প্লাটফর্ম ক্রোনো২৪ প্রায় ৩ হাজার ডিলারের কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার ঘড়ি নিয়ে তা বিক্রির জন্য প্রদর্শন করছে। ১২০টি দেশে ঘড়ি বিক্রির জন্য ৩০ হাজার ব্যক্তিগত বিক্রয়কর্মীও আছে প্রতিষ্ঠানটির। ক্রোনো২৪ এর ওয়েবসাইটে দাবি করা হয়েছে, প্রতি মাসে প্রায় ৯০ লাখ ঘড়িপ্রেমী তাদের সাইটে ঘড়ি দেখতে ঢুঁ মারেন।

আরো পড়ুন: ফেভারিট যেই হোক, আমরা সিরিজ জিততে চাই: সাকিব

বিলাসদ্রব্যের প্রতি রোনালদোর টান নতুন কিছু না। তার নিজের সংগ্রহেই বেশ কিছু দামি ঘড়ি আছে। সব মিলিয়ে তার কাছে যে ঘড়িগুলো আছে তার মূল্য প্রায় ৫০ লাখ পাউন্ড। তার সংগ্রহে থাকা ফ্র্যাঙ্ক মুলারের বানানো  হীরকখচিত ঘড়ির মূল্য ১৬ লাখ পাউন্ড। আরও আছে ৪ লাখ পাউন্ড মূল্যমানের রোলেক্স জিএমটি-মাস্টার টু মডেলের ঘড়ি। আর তার গ্যারেজে থাকা গাড়িগুলোর সর্বমোট মূল্যমান প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড।

এম/


ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন