সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে: চরমোনাই পীর *** ফানুস উৎসবে বর্ণিল চট্টগ্রামের আকাশ *** এখন থেকে যেকোনো ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে: সৌদি আরব *** মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ই ডিসেম্বর *** বুলবুলই ফের বিসিবির সভাপতি, সহসভাপতি পদে চমক *** ইতিহাস গড়ে সোনার ভরি দুই লাখের ওপরে *** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি

চালু হচ্ছে ঢাকা-চেন্নাই রুটে বিমানের ফ্লাইট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

একে একে নতুন রুটে ডানা মেলছে বাংলাদেশ বিমান। এবার লক্ষ্য ভারতের চেন্নাই। এক্ষেত্রে সব প্রস্তুতিও শেষ। বিজয় দিবস থেকে সপ্তাহে তিনদিন চেন্নাই যাবে বিমানের ফ্লাইট।

বাংলাদেশ থেকে চিকিৎসা, পর্যটন ও ব্যবসার কাজে ভারতের কলকাতা, চেন্নাইসহ কয়েকটি রাজ্যে বছরে যাতায়াত করে ১২ থেকে ১৩ লাখ মানুষ। সড়ক ও রেলপথে কষ্টসাধ্য ও দীর্ঘ সময় ব্যয় হওয়ায় জরুরি ও সহজ যাতায়াতের লক্ষ্যে প্রয়োজন হয়ে পড়ে আকাশ পথ।

তাই যাত্রীদের চাহিদা পূরণে এবার অন্যান্য এয়ারলাইনসের পাশাপাশি ঢাকা থেকে চেন্নাই রুটে নিজেদের অবস্থান জানান দিতে চায় বাংলাদেশ বিমান। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেই নতুন এ রুট চালু করতে চায় সংস্থাটি।

চেন্নাইতে ফ্লাইট শুরু করার সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম।  

ঢাকা থেকে সপ্তাহে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট যাত্রা করবে। একই দিনগুলোতে চেন্নাই থেকে ফিরতি ফ্লাইট শুরু স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে।

এদিকে ঢাকা থেকে চেন্নাই যাত্রী পরিবহন করে ইউএস-বাংলা, ইন্ডিগো এয়ারলাইনসসহ কয়েকটি সংস্থার বিমান। তাই যাত্রী নিশ্চিতে মার্কেটিংয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এখানে ইতোমধ্যে অনেকগুলো রুট রয়েছে। কাজেই তা থেকে বিমান কতটুকু মার্কেট শেয়ার পেতে পারবে, সেটি তাদেরকে বিশ্লেষণ করতে হবে। তাদের বুঝতে হবে যে, তারা কি পরিমাণ যাত্রী পাবেন। আমরা যদি সেটি না পাই, তাহলে সেটি আবার ক্ষতিকারক হতে পারে। কাজেই এই রুটের যাত্রী রয়েছে; এখন সে ধরনের পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে সেলস এবং মার্কেটিং প্ল্যানিং দরকার। তাছাড়া এই রুটে যাত্রী পাওয়ার জন্য বিমানকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ঢাকা-চেন্নাই রুটে ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু ২৬ হাজার ৬৩৫ টাকা। এছাড়া ট্যাক্সসহ বিজনেস ক্লাসে একমুখি সর্বনিম্ন ভাড়া শুরু ৩৭ হাজার ৬২৪ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া সর্বনিম্ন ৬১ হাজার ৯৯৫ টাকা। 

এসকে/ 

ঢাকা-চেন্নাই বিমানের ফ্লাইট বিজয় দিবস বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250