শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চীনে বানর রপ্তানির বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনে বানর রপ্তানি করার বিষয়ে বেশ কয়েকটি আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে শ্রীলঙ্কা।

এ ব্যাপারে শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র ধর্ম ওয়ানিনায়েকে বলেন যে আইনি মামলাগুলো চীনে বানর রপ্তানি করার ক্ষেত্রে সরকারের উদ্যোগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মামলা শেষ হওয়ার পর সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, সংশ্লিষ্ট চীনা কোম্পানিও এ রপ্তানির ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে।

এই বছরের শুরুর দিকে, শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মাহিন্দা আমরাবিরা জানান যে একটি চীনা কোম্পানি শ্রীলঙ্কা থেকে টোক ম্যাকাক প্রজাতির বানর আমদানির প্রস্তাব দিয়েছে। সে পরিপ্রেক্ষিতে চীনে প্রায় ১ লাখ বানর রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শ্রীলঙ্কায় এমনিতেই এই বানরের পরিমাণ অত্যন্ত বেশি এবং তারা কৃষিজমিরও ক্ষতিসাধন করছে বলে জানান কৃষিমন্ত্রী।

গত সপ্তাহে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময়, মাহিন্দা আমরাবিরা বলেন যে একটি চীনা কোম্পানি শ্রীলঙ্কা সরকারের সাথে যোগাযোগ করেছে এবং চীনের মালিকানাধীন চিড়িয়াখানার জন্য শ্রীলঙ্কা থেকে বানর সংগ্রহের ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে তাদের ২০টি ব্যক্তিগত চিড়িয়াখানা রয়েছে যেখানে ১-২ হাজার বানর প্রয়োজন। 

পরিবেশবাদী দলগুলো এই পদক্ষেপের বিরুদ্ধে আপত্তি তুলেছে এবং চীনা সরকার এবং শ্রীলঙ্কায় চীনা দূতাবাসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছে। চীনা কোম্পানি এখনও বানর সংগ্রহ করতে ইচ্ছুক এবং তারা আলোচনা অগ্রসর করছে। যাইহোক, শেষ পর্যন্ত এই উদ্যোগটি শ্রীলঙ্কার বন্যপ্রাণী ও বন সম্পদ সংরক্ষণ মন্ত্রণালয়ের দ্বারাই সম্পন্ন করতে হবে।

শ্রীলঙ্কার বন্যপ্রাণী ও বন সম্পদ সংরক্ষণ মন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি হাউসকে বলেছেন যে এ ব্যাপারে কয়েকটি আইনি বাধা রয়েছে এবং সরকার আইন পরিবর্তন করার চেষ্টা করছে। প্রয়োজনীয় সংশোধনীগুলো অ্যাটর্নি জেনারেল বিভাগে পাঠানো হয়েছে।

এপ্রিলের শুরুতে, শ্রীলঙ্কার কৃষি মন্ত্রী এ রপ্তানির কথা ঘোষণা করার পর বেসরকারি চীনা কোম্পানিতে ১ লাখ বিপন্ন টোক ম্যাকাক বানর রপ্তানি করার পরিকল্পনা করার বিষয়ে পরিবেশবাদী কর্মীরা বিক্ষোভ করে।

শ্রীলঙ্কার স্থানীয় বানর প্রজাতি টোক ম্যাকাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার-এর বিপন্ন প্রাণীর লাল তালিকায় রয়েছে। এটি শ্রীলঙ্কায় কোনো সংরক্ষিত প্রজাতি নয়।

আরো পড়ুন: হোয়াইট হাউসের অনুষ্ঠানে ‘টপলেস’ হওয়ায় নিষিদ্ধ হলেন তিন অতিথি (ভিডিও)

পরিবেশবাদীদের দাবি চীনারা কোন চিড়িয়াখানার জন্য নয় বরং গবেষণার জন্য এসব বানরদের নিয়ে যেতে চাচ্ছে।

শ্রীলঙ্কা সরকারের দাবি অবশ্য দেশের কৃষকেরা এই বানর প্রজাতিদের কৃষিজমির জন্য শত্রু হিসেবেই বিবেচনা করে। তবে পরিবেশবাদীরা তা মানতে নারাজ।

এম এইচ ডি/আইকেজে 

চীন চিড়িয়াখানা বানর রপ্তানি আদালত শ্রীলঙ্কা

খবরটি শেয়ার করুন