ছবি: সংগৃহীত
প্রতিবেশী দেশ আজারবাইজানের বিরুদ্ধে নাগার্নো-কারাবাখে জরুরি খাদ্য সরবরাহে বাধা দেয়ার অভিযোগ তুলেছে আর্মেনিয়া।
এজন্য দেশটি জাতিংঘের নিরাপত্তার পরিষদের কাছে নালিশও জানিয়েছে। আর্মেনিয়ার অভিযোগ, বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখে জরুরি খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে আজারবাইজান। এতে গুরুতর আকার নিয়েছে মানবিক পরিস্থিতি।
জাতিসংঘে আর্মেনিয়ার বিশেষ প্রতিনিধি মেহের মার্গারিয়ান এক চিঠিতে লিখেছেন, ‘গত ১৫ জুন থেকে লাচিন করিডোর পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে আজারবাইজান। যেটি দিয়ে আর্মেনিয়া ও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। যা খুবই গুরুত্বপূর্ণ। অবরুদ্ধ করায় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।’
এতে আরও বলা হয়েছে, নাগার্নো-কারাবাখে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে বাকু। এ অবস্থায় সেখানকার সাধারণ মানুষ ও তাদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।
চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করছে আর্মেনিয়া।
আন্তর্জাতিক সহায়তাকারী গোষ্ঠী ইতোমধ্যে সতর্ক করেছে, নাগার্নো-কারাবাখে মানবিক পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। এ ঘটনায় আজারবাইজানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন