সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে ভারতে স্মারক চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজীব গান্ধী ইউনিভার্সিটি (আরজিইউ) এবং কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল ও বিবেকানন্দ কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। নতুন করে জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে আরজিইউ এর  ইনস্টিটিউট অফ ডিসট্যান্স এডুকেশন ডিরেক্টর প্রফেসর আশান রিদ্দি এবং বিবেকানন্দ কেন্দ্রের সাধারণ সম্পাদক ভানুদাস ধক্রস স্বাক্ষর করেন এ স্মারকে।

আশান রিদ্দি বর্তমান চাকরির বাজারে জাপানি ভাষার গুরুত্বের কথা বলে এ চুক্তিকে স্বাগত জানান।

আরজিইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাকেত কুশওয়াহা এ স্মারক স্বাক্ষর নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিবেকানন্দ কেন্দ্র পূর্বে গ্রামীণ উন্নয়ন এবং নারী ও যুব ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।

আরজিইউ বেসিক সায়েন্সের ডিন অধ্যাপক সঞ্জীব কুমার, কৃষি বিজ্ঞানের অধ্যাপক সুম্পাম তাংজাং এবং প্রকৌশল ও প্রযুক্তির ডিন অধ্যাপক উৎপল ভট্টাচার্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির ভিত্তিতে বিবেকানন্দ কেন্দ্র জাপানি ভাষা শিখার জন্য পাঠ্যক্রম সরবরাহ করবে, কোর্স পরিচালনা করবে এবং শিক্ষক নিয়োগ দিবে।

ছয় মাসব্যাপী জাপানি ভাষা শেখার এ কোর্সে শিক্ষার্থীরা জাপানি ব্যাকরণ ও লিপি শিখবে, এতে করে তারা জাপানি ভাষায় কথা বলার পাশাপাশি লিখতেও শিখবে। কোর্স শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে।

এম.এস.এইচ/

ভারত জাপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন