ছবি: সংগৃহীত
সম্প্রতি রাজীব গান্ধী ইউনিভার্সিটি (আরজিইউ) এবং কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল ও বিবেকানন্দ কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। নতুন করে জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে আরজিইউ এর ইনস্টিটিউট অফ ডিসট্যান্স এডুকেশন ডিরেক্টর প্রফেসর আশান রিদ্দি এবং বিবেকানন্দ কেন্দ্রের সাধারণ সম্পাদক ভানুদাস ধক্রস স্বাক্ষর করেন এ স্মারকে।
আশান রিদ্দি বর্তমান চাকরির বাজারে জাপানি ভাষার গুরুত্বের কথা বলে এ চুক্তিকে স্বাগত জানান।
আরজিইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাকেত কুশওয়াহা এ স্মারক স্বাক্ষর নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বিবেকানন্দ কেন্দ্র পূর্বে গ্রামীণ উন্নয়ন এবং নারী ও যুব ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।
আরজিইউ বেসিক সায়েন্সের ডিন অধ্যাপক সঞ্জীব কুমার, কৃষি বিজ্ঞানের অধ্যাপক সুম্পাম তাংজাং এবং প্রকৌশল ও প্রযুক্তির ডিন অধ্যাপক উৎপল ভট্টাচার্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির ভিত্তিতে বিবেকানন্দ কেন্দ্র জাপানি ভাষা শিখার জন্য পাঠ্যক্রম সরবরাহ করবে, কোর্স পরিচালনা করবে এবং শিক্ষক নিয়োগ দিবে।
ছয় মাসব্যাপী জাপানি ভাষা শেখার এ কোর্সে শিক্ষার্থীরা জাপানি ব্যাকরণ ও লিপি শিখবে, এতে করে তারা জাপানি ভাষায় কথা বলার পাশাপাশি লিখতেও শিখবে। কোর্স শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হবে।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন