শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। জয়ের সন্ধানে থাকা আফগানরা এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলির ব্যাটিং পিচে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। লেগস্পিনার রশিদ খানকে ঘিরেই মূল পরিকল্পনা আফগানদের।

ভারতের বিপক্ষে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। বিপরীতে ভারত দলে আছে এক পরিবর্তন। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে দলে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। আজও ডেঙ্গু আক্রান্ত ওপেনার শুভমান গিলকে পাচ্ছে না ভারত।

এবারের বিশ্বকাপে অরুণ জেটলির এই পিচে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচে প্রায় সাড়ে সাতশ রান হয়েছে। পিচ রিপোর্ট বলছে, আজকের ম্যাচেও তেমন রানের উৎসব হতে পারে। ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগাতে পারলে, বড় স্কোর করা সম্ভব এই মাঠে। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মাদ সিরাজ ও কুলদীপ যাদব।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবউর রহমান, নাভিন-উল-হক, ফজল হক ফারুকি।

এসকে/ 


আফগানিস্তান ক্রিকেট ভারত বিশ্বকাপ

খবরটি শেয়ার করুন