শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টানা তিন দিনের কর্মসূচিতে আবারো মাঠে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

টানা তিন দিনের কর্মসূচি নিয়ে আবারও মাঠে নেমেছে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলটি সারা দেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিলির এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এ ছাড়া সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা তিনটায় গুলশান-২ থেকে। গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। এই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

টানা তিনদিনের কর্মসূচির শেষদিন শনিবার (১৯ আগস্ট) সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এদিকে শুক্রবারের গণমিছিল এবং শনিবারের পদযাত্রার কর্মসূচিতে বিএনপির সাথে অন্যান্য দল ও জোটগুলোও অংশগ্রহণ করবে।

এম.এস.এইচ/

বিএনপি কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন