শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

টেন হাগের সঙ্গে বন্ধুত্ব নেই গার্দিওলার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ জিতে ট্রেবল–মিশনের প্রথম ধাপ আগেই পেরিয়েছে ম্যানচেস্টার সিটি। আজ রাতে দ্বিতীয় ধাপে এফএ কাপ ফাইনালে সিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ডার্বিতে ইউনাইটেড বাধা পেরোলেই স্বপ্নের ট্রেবল জয়ের শেষ ধাপে পৌঁছে যাবে সিটি। তখন অপেক্ষা থাকবে শুধু চ্যাম্পিয়নস লিগ জয়ের।

তবে কাজটা যে সহজ হবে না, জানা আছে সিটি বস পেপ গার্দিওলার। সদ্য শেষ হওয়া লিগে ইউনাইটেডের উন্নতি খুব কাছ থেকেই দেখেছেন গার্দিওলা। তাই ফাইনালের আগে ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে সমীহ করার কথা জানিয়েছেন গার্দিওলা। পাশাপাশি টেন হাগের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন এই স্প্যানিশ কোচ।

স্যার আলেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ধুঁকছিল ইউনাইটেড। থিতু হতে লম্বা সময় ধরে সংগ্রাম করছিল ক্লাবটি। সেই ‘রেড ডেভিল’দের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন টেন হাগ। প্রথম মৌসুমেই উন্নতির ছাপ দেখা গেছে তাঁর দলে। টেন হাগের ইউনাইটেডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন গার্দিওলাও। তিনি বলেছেন, ‘আপনি দলটিকে (ইউনাইটেডকে) প্রতিনিয়ত উন্নতি করতে দেখেছেন। প্রিমিয়ার লিগে (কোনো কোচের) প্রথম মৌসুমে যা মোটেই সহজ নয়। আর এটিই আমার কাছে খুব ভালো একজন কোচের পরিচয়কে তুলে ধরে।’

আরো পড়ুন: বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, মেনে নিচ্ছেন তামিম

টেন হাগকে প্রশংসায় ভাসালেও দুজনের মধ্যে যে কোনো বন্ধুত্ব নেই, সেটিও স্পষ্ট করেছেন গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘সে এমন একজন, যে আমাদের কোচদের পেশাটাকে মাঠে এবং মাঠের বাইরে যথাসম্ভব ভালোভাবে উপস্থাপন করে। আমি বলতে পারি না যে আমরা খুব ভালো বন্ধু। কারণ, আমাদের মাঝে তেমন যোগাযোগ নেই। কিন্তু আমি মনে করি, ইউনাইটেডের একজন অসাধারণ কোচ আছে।’

অন্যদিকে শিরোপা লড়াইয়ে সিটিকে থামানো যে চ্যালেঞ্জিং, তা ভালোই জানা আছে টেন হাগের। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের কাজেই মনোযোগ দিতে চান ইউনাইটেড কোচ, ‘আমরা কাপ জিততে চাই, তাদের থামাতে নয়। আমাদের সামনে দারুণ একটা সুযোগ আছে। ওয়েম্বলি সম্ভবত বিশ্বের সেরা স্টেডিয়াম। এখানে কাপের ফাইনাল খেলাটা দারুণ রোমাঞ্চকর।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250