বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশও প্রাইজমানি পাচ্ছে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। যেটি নিরপেক্ষ ভেন্যু ওভালে অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। আর এ ম্যাচের আগে এ চ্যাম্পিয়নশিপের প্রাইজমানির পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে থেকেও প্রাইজমানি পেতে যাচ্ছে বাংলাদেশ দল।

গতকাল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি প্রকাশ করা হয় আইসিসির ওয়েবসাইটে। 

সেখানে দেখা যায়, এদিন সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমের জন্য ৩.৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৪১ কোটি টাকা। যার মধ্যে ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৭ কোটি টাকার বেশি। এছাড়া রানার্সআপ দল পাবে ৮ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় সাড়ে আট কোটি টাকা।

আরো পড়ুন: সাকিবের মতো অলরাউন্ডার আর নেই:নাজমুল হাসান পাপন

এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাকি দলগুলোও মোটা অঙ্ক পেতে চলেছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা সাউথ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। চার নম্বরে থাকা ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার। বাকিদের মধ্যে নিউজিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম)  প্রত্যেকে পাবে ১ লাখ ডলার করে। যা বাংলাদেশি অর্থে ১ কোটি টাকার কিছু বেশি।

এম/

 

Important Urgent

খবরটি শেয়ার করুন