সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তামিম ইস্যুতে কথা বলবেন পাপন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

বিশ্বকাপের দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তাকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচকরা তার চোটের কথা বলেছেন।

এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তা দিয়ে তামিম জানান, পরিকল্পনা করেই তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

ভিডিওবার্তায় তামিম জানান, বিশ্বকাপ দলে তিনি নিজেই থাকতে চাননি। তবে তার এমন সিদ্ধান্তের পেছনে অনেক কারণও ব্যাখ্যা করেছেন ড্যাশিং এ ওপেনার। তামিমের বক্তব্য অনুযায়ী, চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করা হয়েছে দল থেকে সরে যেতে। আর তার অভিযোগের তীর ছিল টিম ম্যানেজমেন্টের শীর্ষ এক কর্মকর্তার দিকে।

ধারণা করা হচ্ছে, বিসিবির এই কর্মকর্তা স্বয়ং প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সে কারণে তার কাছেই জানতে চাওয়া হয় তামিমের এই ভিডিওবার্তার বিষয়ে। তবে বিসিবি সভাপতি আপাতত এ ব্যাপারে কিছুই বলতে চাননি। এক বাক্যের উত্তর দিয়েছেন, বলবো, বলবো..আজকে না।

মূল ঘটনা কয়েকদিন আগের। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর তামিমকে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করেন। এ সময় বিশ্বকাপ নিয়ে তাকে একটি প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাবের কারণেই মূলত বিশ্বকাপ দল থেকে সরে এসেছেন তামিম।

আরো পড়ুন : অবশেষে মুখ খুললেন তামিম

বুধবার লাইভে এসে সেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। তামিম বলেন, বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বলল, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন তিনি বললো, আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।

তামিম আরও বলেন, স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেয়ার মতো ছিল। আমার এ রকম কোনো অভিজ্ঞতা নেই।

টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নিতে পারেননি তামিম। এর চেয়ে বিশ্বকাপ না খেলাই তার কাছে উত্তম মনে হয়েছে। তামিম বলেন, আমি এটা ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি বলেছি নোংরামির মধ্যে থাকতে চাই না, তাই রাগ করেই বলেছি বাদ দেন।

তামিমকে ছাড়াই বিশ্বকাপের উদ্দেশ্যে ভারতে উড়াল দিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে বিশ্বকাপে তামিমের না থাকা নিয়ে এখনও উত্তপ্ত পুরো দেশ। সাকিব এক সাক্ষাৎকারে নিজের মতামত জানিয়েছেন এই ব্যাপারে। এবার বোর্ড সভাপতির জবাবের অপেক্ষা।

এসকে/ 

ক্রিকেট বিশ্বকাপ তামিম ইকবাল নাজুমল হাসান পাপন

খবরটি শেয়ার করুন