শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দুই বাংলার কণ্ঠশিল্পীদের নিয়ে হতে চলেছে ‘ম্যাজিকাল নাইট’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় গায়কদের এক ছাদের নিচে এনে বিশেষ কনসার্ট ‘ম্যাজিকাল নাইট’ অনুষ্ঠিত হতে চলেছে। ট্রিপল টাইম কমিনিকেশনস এর আয়োজনে। আন্তর্জাতিক এ কনসার্টটি আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায়। এ কনসার্টে অংশ নিবে অর্ণব-অনুপম রায়-তালপাতার সেপাই-মেঘদল-হাতিরপুল সেশনস-এর মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী।

ট্রিপল টাইম কমিউনিকেশনসের ডিরেক্টর আরিফা শবনম গনমাধ্যমকে জানান, ঢাকা-কলকাতা এ দুই বাংলার শিল্পীদের এক ছাদের নিচে নিয়ে আসাই এ কনসার্টটি আয়োজনের মূল লক্ষ্য। কারণ বাংলাদেশে দেশীয় গানের পাশাপাশি ভারতের বাংলা গানও সমান জনপ্রিয়।

ডিরেক্টর আরিফা শবনম আরও জানান, একমাত্র সংগীতের মাধ্যমেই যেকোনো দেশের মানুষকে সহজে ঐক্যবদ্ধ করা যায়। দুই দেশের গান-শিল্প-সংস্কৃতির মাঝে যোগসূত্র স্থাপনে এমন আয়োজন আরও হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

আরো পড়ুন: এবার ঈদে একই মঞ্চে অপু-বুবলী!

বর্ণিল এ কনসার্ট শুরু হবে আগামী ৬ জুলাই সন্ধ্যায়। কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে টিকফি এ। বিকাশের মাধ্যমেও টিকিট কাটার সুযোগ রয়েছে আগ্রহী দর্শকদের।    

 এম/


ম্যাজিকাল নাইট’

খবরটি শেয়ার করুন