রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনা থেকে রক্ষা পেল সীমান্ত এক্সপ্রেস ট্রেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপর স্লিপার খুলে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। তবে, আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় রক্ষা পেয়েছে ট্রেন ও ট্রেনের যাত্রীরা।

বুধবার (২০ই ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিরামপুর রেল স্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, কল্যাণপুর নামক স্থানে লাইনের ওপর কংক্রিটের স্লিপার রেখে শুকনো কচুরিপানা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে আনসার সদস্যরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন।

আরো পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনে আগুন নিয়ে স্টেশন মাস্টারের ভাষ্য

এর আগে গত বৃহস্পতিবার নীলফামারীতে দুষ্কৃতিকারীরা চিলাহাটি-পার্বতীপুর রেললাইনের ফিস প্লেটের ৩২টি ক্লিপ খুলে ফেলায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে খুলনাগামী ট্রেন সীমান্ত এক্সপ্রেস। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া দিলে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

এদিকে গত সোমবার রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারী–শিশুসহ চারজনের মৃত্যু হয়।

এসকে/ 

দিনাজপুর সীমান্ত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন