শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পকে বাঁচাতে হবে

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে—সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক ভূরাজনীতিতে বিদ্যমান দ্বন্দ্ব, বিভিন্ন জ্বালানি উপকরণের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে তুলার দামে ব্যাপক ওঠানামা—এসব কারণে এ খাতে চ্যালেঞ্জ বাড়ছে।

এছাড়া করোনা মহামারির কারণে বিদেশি ক্রেতাদের ক্ষতিগ্রস্ত হওয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিয়েতনামের মুক্তবাণিজ্য চুক্তিও দেশের পোশাক শিল্পে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জের কারণে দেশের পোশাক রপ্তানির ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার প্রস্তুতি পর্যায়ে আরও কিছু চ্যালেঞ্জ আসছে। স্বল্পোন্নত দেশের তালিকায় থাকার কারণে কিছু দেশে পোশাক রপ্তানিতে শুল্ক ও কোটা সুবিধা পাওয়া যায়। এ তালিকা থেকে বের হলে ওইসব সুবিধা আর মিলবে না। তখন উন্মুক্ত প্রতিযোগিতা করে পোশাক রপ্তানি করতে হবে। ফলে বাংলাদেশকে আরও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

এটা ঠিক, রপ্তানির প্রবৃদ্ধি নির্ভর করে বৈশ্বিক পরিস্থিতির ওপর। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর জেরে উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদহার, ভবিষ্যৎ সম্পর্কে বড় ধরনের অনিশ্চয়তা, ভূরাজনৈতিক প্রতিবন্ধকতা, উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে দুর্বলতা এবং জটিল আর্থিক পরিবেশ রপ্তানি খাতের প্রাপ্তি ও প্রত্যাশাগুলোকে আগামী দিনে আরও সংকুচিত করে দিতে পারে। একই সঙ্গে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এ খাতে পড়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা তৈরি পোশাকশিল্পের স্বাভাবিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করছে। 

বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এ প্রসঙ্গে বলেছেন, বৈশ্বিক মন্দা ও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ইতোমধ্যে এ খাত ৪০ থেকে ৪৫ শতাংশ ব্যবসা হারিয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামনে আরও খারাপ হতে পারে। এ বাস্তবতায় মধ্যম থেকে দীর্ঘ মেয়াদে এসব সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। 

পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন, দেশের মোট পোশাক রপ্তানির ৮২ শতাংশ যায় ইউরোপ ও আমেরিকার দেশগুলোয়। এসব দেশে রপ্তানি বাধাগ্রস্ত হলে এ শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যাবে। এ অবস্থায় পোশাক তৈরিতে বৈচিত্র্য আনা, রপ্তানি আদেশ দেওয়ার পর দ্রুত সময়ে পণ্য জাহাজীকরণ, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত উৎপাদন ও খরচ কমানো, কার্যকর গবেষণা ও উন্নয়ন নিশ্চিত করা, রপ্তানি বাড়াতে নতুন বিশ্ববাজার খুঁজে বের করা এবং উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকীকরণসহ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে, তা পোশাক শিল্প মালিক ও সরকারকে আমলে নিতে হবে। 

আই. কে. জে/ 

পোশাকশিল্প

খবরটি শেয়ার করুন