বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল *** এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের *** সন্ত্রাসবিরোধী আইনকে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে: প্রথম আলো *** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি

আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করেছে? কথাটা শুনে অনেকে অবাক হতেই পারেন। কারণ, কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসর নিয়ে শোনা যাচ্ছে অনেক রকম কথাবার্তা।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ কবে—কাতার বিশ্বকাপের পর ৩২ মাসে এটা নিয়ে গুঞ্জন শোনা গেলেও স্পষ্ট কিছু জানা যায়নি। স্বয়ং আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডও আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের পরিকল্পনার কথা বলেননি।

কিন্তু গতকাল বৃহস্পতিবার (২৮শে আগস্ট) লিগস কাপের সেমিফাইনালে অরলান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামি ৩-১ গোলে জয়ের পর ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার জন্য এটা অনেক বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। কারণ, এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ।’

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৫ই সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। এই ম্যাচ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে। মেসিরা ইকুয়েডরের মুখোমুখি হবেন ১০ই সেপ্টেম্বর।

ইকুয়েডরের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ম্যাচ নিয়ে মেসি বেশ রোমাঞ্চিত। কারণ, আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচটি পরিবারের সদস্যদের উপস্থিতিতে খেলবেন বলে জানিয়েছেন।

মেসি বলেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর আর কোনো প্রীতি ম্যাচ থাকবে কি না, জানি না। তবে ম্যাচটা অনেক বিশেষ। আমার পরিবার থাকবে সেখানে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনদের সামনে উপভোগ করতে চাই। তবে এরপর যে কী হবে, তা জানি না।’

ইন্টার মায়ামি ম্যাচ শেষে মেসির বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২৯ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। বাংলাদেশ সময় গতকাল রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বাছাইপর্বের চূড়ান্ত দল ঘোষণার সময় আর্জেন্টিনার জার্সি পরিহিত মেসির ছবি পোস্ট করেছে কনমেবল।

ক্যাপশনে কনমেবল লিখেছে, ‘এই দেখুন লাস্ট ড্যান্স’। মেসির কথাবার্তা, কনমেবলের পোস্ট দেখে তার জাতীয় দলের জার্সিতে শেষের ইঙ্গিত পাওয়া গেছে।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250