ছবি: সংগৃহীত
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে রোববার (২৪শে ডিসেম্বর)। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, রোববার দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনে যাবে এ ইউনিট। এর আগে ২৯শে জুলাই শুরু হয় প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। এরপর ১৮ই ডিসেম্বর রাত ১২টা থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বাণিজ্যিকভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।
আরো পড়ুন: দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরি ১ লাখ ১১ হাজার টাকা
উল্লেখ্য, ১১ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন।
এইচআ/ এসি