নজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগম
নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম জন্মেছিলেন ফরিদপুরে, ১৯৩০ সালের ২৮ জুলাই। ১৯৪০-এর দশকে তিনি সংগীতজীবনে পদার্পণ করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালেই তিনি অল ইন্ডিয়া রেডিওতে গানে কণ্ঠ দেন। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়।
ফিরোজা বেগম গানের তালিম নিয়েছিলেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলামের কাছে।
তাঁর কণ্ঠের মাধুরীতে মুগ্ধ ছিলেন স্বয়ং কবি নজরুল নিজেই। কবির অনেক গান তাঁর কণ্ঠে বেঁচে আছে বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে। এ ছাড়া দেশের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব কমল দাশগুপ্তের সরাসরি তত্ত্বাবধানে উর্দু, বাংলা, হিন্দি, নজরুল এবং ইসলামি সংগীতসহ অসংখ্য রেকর্ড প্রকাশিত হয় ফিরোজা বেগমের।
তবে নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি হয়ে আছেন ফিরোজা বেগম। নজরুলের গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে। একটা সময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গানকে ‘নজরুলসংগীত’ নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম।
আরো পড়ুন: ইসলাম ধর্ম গ্রহণ আমাকে মানসিক শান্তি দিয়েছে : এ আর রহমান
স্বাধীনতা পদক, একুশে পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০১৮ সালে তাঁর জন্মদিনে গুগল ডুডল তৈরি করে সম্মাননা জানায়। নজরুল সংগীতের নক্ষত্র ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান।
এম এইচ ডি/ আইকেজে