সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

নিত্যপণ্যের মূল্য কারসাজিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যে কারসাজিসহ বিভিন্ন অভিযোগে ৯৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে এ জরিমানা করেছে সংস্থাটি।

ভোক্তা অধিকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১১ অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভেজাল ও নকল পণ্য, আমদানিকৃত পণ্য, শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ, নিষিদ্ধ কসমেটিকস, রেস্টুরেন্ট তদারকিসহ স্যালাইন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে ৪৭টি টিম কর্তৃক ৬০টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৯৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ওআ/


নিত্যপণ্য ঔষধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন