রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি *** ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল *** আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা *** দোহায় আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান *** ‘দুধ দিয়ে গোসল করলে কী হয়’ *** ৩ মাসে ইতিহাসে রেকর্ড রাজস্ব আদায় *** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া

নিত্যপণ্যের মূল্য কারসাজিসহ মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যে কারসাজিসহ বিভিন্ন অভিযোগে ৯৪ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১১ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে এ জরিমানা করেছে সংস্থাটি।

ভোক্তা অধিকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১১ অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভেজাল ও নকল পণ্য, আমদানিকৃত পণ্য, শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ, নিষিদ্ধ কসমেটিকস, রেস্টুরেন্ট তদারকিসহ স্যালাইন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে ৪৭টি টিম কর্তৃক ৬০টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৯৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ওআ/


নিত্যপণ্য ঔষধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250