সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মহাসমাবেশ

নিরাপত্তা চাদরে রংপুর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামীকাল প্রধানমন্ত্রীর মহাসমাবেশ উপলক্ষে রংপুর মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সিটি এসপির রংপুরের প্রধান আবু বক্কর সিদ্দিক জানান, নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে এক হাজারেরও বেশি উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা। এগুলো নিয়ন্ত্রণ করবে  রংপুর মহানগর পুলিশের  বিভিন্ন ইউনিট।   

বুধবার (২ আগস্ট) দুপুর ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভায় যোগদান করবেন।

আরো পড়ুন:প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুরবাসী

আয়োজকরা জানিয়েছেন, জনসভা হবে জনসমুদ্র, যেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহুর্তের মাঠ, মঞ্চ সাজানোর কাজ। নগরীর ২১টি পয়েন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রবেশ রুটগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা যাওয়া নির্বিঘ্ন করতে চায় পুলিশ।

এম/


প্রধানমন্ত্রী মহাসমাবেশ রংপুর

খবরটি শেয়ার করুন