মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেইমার বার্সার হয়ে খেলবেন!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বার্সেলোনায় না এসে ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্তের পরই জাভিকে শুনতে হয়েছিল প্রশ্নটি। মেসিকে না পেয়ে বার্সা কি তবে এবার নেইমারের দিকে হাত বাড়াবে? জবাবে বার্সা কোচ জানিয়ে দেন, নেইমার তাঁদের ‘পরিকল্পনায় নেই’। এরপর শোনা যায় উসমান দেম্বেলেকে দলে ভেড়ানোর প্রস্তাব দিতে গিয়ে নেইমারকে ধারে বার্সায় পাঠাতে চেয়েছিল পিএসজি কর্তৃপক্ষ। 

হোয়ান গাম্পার ট্রফিতে টটেনহামকে ৪-২ গোলে হারানোর পর নেইমারের দলবদল নিয়ে কথা বলেছেন জাভি। গত পরশু লেকিপ জানায়, নেইমার পিএসজিকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। এর পর থেকে মূলত আলোচনায় তাঁর বার্সায় আসার প্রসঙ্গটি। জাভি বলেছেন, ‘নেইমার? আমি কিছুই বলতে পারছি না। গত বছর আমি অন্য একটি দলের একজন খেলোয়াড়ের নাম বলেছিলাম এবং তারা রাগ করেছিল। তাই এখন দলবদলের বাজার শেষ হওয়ার আগপর্যন্ত আমরা কী ঘটছে তা দেখতে চাই।’

নেইমারের সম্ভাব্য গন্তব্যের তালিকায় শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির নামও। এর আগে পিএসজিতে চেলসির বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে খেলেছিলেন নেইমার। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ডের দাবি, নেইমারকে দলে টানার কোনো ইচ্ছা নেই পচেত্তিনোর।

এদিকে নেইমারের ক্লাব ছাড়ার দাবিকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন তাঁর বাবা নেইমার দা সিলভা সান্তোস, যিনি একই সঙ্গে নেইমারের এজেন্টও। পিএসজির একদল কট্টরপন্থী সমর্থক গত মৌসুমের শেষ দিকে নেইমারের ক্লাব ছাড়ার দাবিতে বিক্ষোভ করেছিল। নেইমারের বাবার দাবি, লেকিপের সংবাদটির পেছনে সেই দলই হয়তো কলকাঠি নেড়ে থাকবে।

আর.এইচ/আইকেজে 

নেইমার বার্সার হয়ে খেলবেন!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250