বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ন্যায়বিচার নিশ্চিতে আইনজীবীদের প্রতি সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা - ছবি: সংগৃহীত

দেশের মানুষ যাতে ন্যায়বিচার পান, সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

আইনজীবীদের সমাজের অত্যন্ত সচেতন নাগরিক আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেছেন, ‘বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’

রাষ্ট্রপতি বার কাউন্সিলের প্রত্যেক সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যোগ্য ও মেধাবীরাই যাতে বার কাউন্সিলের সদস্য হতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন: টিসিবি কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল: বাণিজ্যমন্ত্রী

বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট, উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধিদল। এ সময় বঙ্গভবনের সচিবগণ উপস্থিত ছিলেন।

এম/


Important Urgent

খবরটি শেয়ার করুন