সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে পোলিও টিকা না খাওয়ালে অভিভাবকদের জেল-জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পোলিও দূরীকরণে এবার নতুন আইন পাস হয়েছে পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধে। নতুন আইন আনা হচ্ছে, যেখানে কোনও অভিভাবক সন্তানকে সংক্রামক কোনও রোগের টিকা দিতে অস্বীকার করলে তাঁর জেল হতে পারে, সঙ্গে জরিমানাও।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে এই আইন পাস হয়েছে এবং চলতি মাস থেকেই এটির বাস্তবায়ন শুরু হবে। আপাতত সিন্ধে এই আইন বাস্তবায়ন হবে, পরে পাকিস্তানের বাকি ৩ প্রদেশ ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলেও প্রয়োগ করা হবে এই আইন।

সিন্ধের রাজনীতিবিদ এবং পাকিস্তানের দারিদ্র দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাজিয়া মারি ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানকে বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে শিশুদেরকে পোলিও টিকা খাওয়ানোর জন্য অভিভাবকদের উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছি। কিন্তু সেসবের প্রায় সবই ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে আমাদের এই আইন জারি করতে হয়েছে।’

‘বিভিন্ন কারণে আমাদের দেশে অভিভাবকরা তাদের শিশুদের পোলিও টিকা খাওয়াতে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমাদের বিশ্বাস, নতুন আইন অভিভাবকদের দ্বিধা দূর করতে সহায়ক হবে।’

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তান ব্যাতীত বিশ্বের আর কোনো দেশে এখন আর পোলিও রোগের অস্তিত্ব দেখা যায় না। এই দু’দেশ ব্যাতীত অন্যান্য দেশ থেকে গত শতাব্দিতেই নির্মূল হয়ে গেছে পোলিও।

সূত্র: দ্য গার্ডিয়ান

আর.এইচ/ আই.কে.জে/

টিকা

খবরটি শেয়ার করুন