শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

পাকিস্তানের পাঞ্জাবে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া অপহরণের ঘটনাগুলো পাঞ্জাব পুলিশের ব্যর্থতাই প্রদর্শন করে। ঈদের একদিন আগে অশোক নামের এক হিন্দু ব্যবসায়ী ও আলতাফ সোলাঙ্গী নামের এক গাড়ি চালককে ভোং থানার রহিমাবাদ এলাকা থেকে অপহরণ করা হয়।

তাদের পরিবার জানায়, অপহরণকারীরা তাদের কাছ থেকে ২ কোটি রুপি দাবি করেছে।

গত সপ্তাহের একটি ভিডিও বার্তায় দেখা যায়, কাঁচা এলাকার লুন্ড গ্যাংয়ের প্রধান শাহিদ লুন্ড বালুচ হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের নির্দোষ বালুচ নারীদেরকে মুক্তি না দিলে সুক্কুর-মুলতান মোটরওয়েতে যাত্রীদের লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, হিন্দু ব্যবসায়ী এবং ট্যাক্সি চালককে একটি অজ্ঞাত দল তুলে নিয়ে গেলেও পুলিশ লুন্ড, বানু, জানকানি, নাংলানি এবং ওটেরা উপজাতির নারী ও শিশুদেরকে আটক করে। তবে রবিবার সন্ধ্যায় একটি নতুন ফেসবুক পোস্টে, শাহিদ বালুচ তাদের পরিবারকে মুক্তি দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানান। 

গত সপ্তাহের পোস্টে, বালুচ দাবি করেন যে সমস্ত উপজাতীয় বিরোধ ছয় সপ্তাহ আগে সমাধান করা হয়েছে।

অন্যদিকে এলিট ফোর্সের সদস্য ইরফান জোইয়া, একটি টিকটক ভিডিওতে দাবি করেছেন যে, এলাকায় কোনও পুলিশি অভিযান চলছে না। তিনি বলেন, এরিয়া স্টেশন হাউজ অফিসার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা নেই বলেও দাবি করেন তিনি। 

পুলিশের মুখপাত্র সাইফ আলী ওয়াইনস, একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানান যে গরম এবং আর্দ্র পরিস্থিতি সত্ত্বেও পুলিশ সিন্ধু এলাকার অপরাধী দমনে সক্রিয় ছিল।

এদিকে, সাইফ জানান যে, ইরফান জোইয়া বাহাওয়ালনগর জেলার বাসিন্দা এবং তিনি অপারেশন ছেড়ে যেতে চেয়েছিলেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আই. কে. জে/ 


Important Urgent

খবরটি শেয়ার করুন