সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

পাকিস্তানে হুহু করে বাড়ছে গাধার সংখ্যা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

খাদ্যশস্য উৎপাদন কমে গিয়েছে পাকিস্তানে। এদিকে তরতরিয়ে বাড়ছে গাধার সংখ্যা। পাকিস্তানে হঠাৎ এমন দৃশ্য কেন, জানলে অনেকেই অবাক হবেন।

এমনিতে বড়সড় আর্থিক সঙ্কটে রয়েছে পাকিস্তান। খাদ্যশস্যের উৎপাদন সেই দেশে একেবারেই তলানিতে‌। কিন্তু একটি উৎপাদন তরতরিয়ে বাড়ছে পাকিস্তানে। দেশের ইকোনমিক সার্ভেতে ধরা পড়েছে সেই তথ্য।

দেখা গিয়েছে পাকিস্তানে ২০২২-২৩ অর্থবর্ষে সারা দেশে গাধার‌ সংখ্যা‌ ছিল ৫.৮ মিলিয়ন অর্থাৎ ৫৮ লাখ। যা‌ তার আগের বছর ৫৭ লাখ ছিল। তারও আগের বছর অর্থাৎ ২০২০-২১ সালে এই সংখ্যা ছিল ৫৬ লাখ। তবে হঠাৎ গাধা নিয়ে এত সিরিয়াস কেন পাকিস্তান, সেটাই ভাবছেন তো? আসলে প্রতিবেশী চীনেরই গাধা‌র দরকার। তাদের জোগান দিতেই পাকিস্তান গাধা ‘উৎপাদন’ ও প্রতিপালনে বিশেষ মন দিয়েছে।

সারা পৃথিবীতে যে পরিমাণ গাধা উৎপাদন হয়, তাতে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এদিকে প্রথম স্থান দখল করে রয়েছে চীন‌। কিন্তু সম্প্রতি দেশের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না চীন। যে সংখ্যায় গাধা দরকার, সেই সংখ্যায় গাধা উৎপাদনই হচ্ছে না।‌ ফলে বাধ্য হয়ে পাকিস্তানের থেকে আমদানির কথা ভেবেছিল চীন। সেই সুযোগই লুফে নেয় পাকিস্তান।

মনে প্রশ্ন আসতেই পারে, এত গাধা দিয়ে চীন কী করবে? এর জন্য ফিরে দেখতে হবে ২০১৯ সালে সংবাদ মাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদন‌। সেখান থেকেই জানা যায় গাধার ব্যবহার। একটি গাধার‌ ত্বকের মধ্যে জিলেটিন থাকে। ওই জিলেটিন ওষুধ তৈরির কাজে লাগে। চিনেও ঠিক সেই কাজটিই করা হয়। গাধাকে হত্যা করে তার ত্বক শরীর‌ থেকে আলাদা করা হয়। এরপর সেই ত্বক ভালো করে ফুটিয়ে বের করা হয় জিলেটিন‌।

আরো পড়ুন: লাস ভেগাসে রাতের আকাশে ৮ ফুট লম্বা এলিয়েন!

অন্যদিকে সংবাদ মাধ্যম পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে চীনের তরফে পাকিস্তান থেকে গাধা ও কুকুর আমদানির কথা বলা হয়। সংবাদ মাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বানিজ্য মন্ত্রণালয় ও সিনেট স্ট্যান্ডিং কমিটির মধ্যে কথা চলাকালীন প্রবীণ কর্মকর্তা দীনেশ কুমার এই কথা জানান। পাঞ্জাব রাজ্যের ওকারা জেলায় ৩০০০ একর জমি জুড়ে একটি ফার্ম গড়ে তোলা হয়েছে। সেখানেই উৎপাদন করা হয় গাধা। মূলত দেশের অর্থনীতির হাল ফেরাতেও এই গাধা উৎপাদনে জোর দিয়েছে পাকিস্তান।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এম এইচ ডি/আইকেজে 

পাকিস্তান গাধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250