রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

পাকিস্তানে হুহু করে বাড়ছে গাধার সংখ্যা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

খাদ্যশস্য উৎপাদন কমে গিয়েছে পাকিস্তানে। এদিকে তরতরিয়ে বাড়ছে গাধার সংখ্যা। পাকিস্তানে হঠাৎ এমন দৃশ্য কেন, জানলে অনেকেই অবাক হবেন।

এমনিতে বড়সড় আর্থিক সঙ্কটে রয়েছে পাকিস্তান। খাদ্যশস্যের উৎপাদন সেই দেশে একেবারেই তলানিতে‌। কিন্তু একটি উৎপাদন তরতরিয়ে বাড়ছে পাকিস্তানে। দেশের ইকোনমিক সার্ভেতে ধরা পড়েছে সেই তথ্য।

দেখা গিয়েছে পাকিস্তানে ২০২২-২৩ অর্থবর্ষে সারা দেশে গাধার‌ সংখ্যা‌ ছিল ৫.৮ মিলিয়ন অর্থাৎ ৫৮ লাখ। যা‌ তার আগের বছর ৫৭ লাখ ছিল। তারও আগের বছর অর্থাৎ ২০২০-২১ সালে এই সংখ্যা ছিল ৫৬ লাখ। তবে হঠাৎ গাধা নিয়ে এত সিরিয়াস কেন পাকিস্তান, সেটাই ভাবছেন তো? আসলে প্রতিবেশী চীনেরই গাধা‌র দরকার। তাদের জোগান দিতেই পাকিস্তান গাধা ‘উৎপাদন’ ও প্রতিপালনে বিশেষ মন দিয়েছে।

সারা পৃথিবীতে যে পরিমাণ গাধা উৎপাদন হয়, তাতে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এদিকে প্রথম স্থান দখল করে রয়েছে চীন‌। কিন্তু সম্প্রতি দেশের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছে না চীন। যে সংখ্যায় গাধা দরকার, সেই সংখ্যায় গাধা উৎপাদনই হচ্ছে না।‌ ফলে বাধ্য হয়ে পাকিস্তানের থেকে আমদানির কথা ভেবেছিল চীন। সেই সুযোগই লুফে নেয় পাকিস্তান।

মনে প্রশ্ন আসতেই পারে, এত গাধা দিয়ে চীন কী করবে? এর জন্য ফিরে দেখতে হবে ২০১৯ সালে সংবাদ মাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদন‌। সেখান থেকেই জানা যায় গাধার ব্যবহার। একটি গাধার‌ ত্বকের মধ্যে জিলেটিন থাকে। ওই জিলেটিন ওষুধ তৈরির কাজে লাগে। চিনেও ঠিক সেই কাজটিই করা হয়। গাধাকে হত্যা করে তার ত্বক শরীর‌ থেকে আলাদা করা হয়। এরপর সেই ত্বক ভালো করে ফুটিয়ে বের করা হয় জিলেটিন‌।

আরো পড়ুন: লাস ভেগাসে রাতের আকাশে ৮ ফুট লম্বা এলিয়েন!

অন্যদিকে সংবাদ মাধ্যম পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে চীনের তরফে পাকিস্তান থেকে গাধা ও কুকুর আমদানির কথা বলা হয়। সংবাদ মাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বানিজ্য মন্ত্রণালয় ও সিনেট স্ট্যান্ডিং কমিটির মধ্যে কথা চলাকালীন প্রবীণ কর্মকর্তা দীনেশ কুমার এই কথা জানান। পাঞ্জাব রাজ্যের ওকারা জেলায় ৩০০০ একর জমি জুড়ে একটি ফার্ম গড়ে তোলা হয়েছে। সেখানেই উৎপাদন করা হয় গাধা। মূলত দেশের অর্থনীতির হাল ফেরাতেও এই গাধা উৎপাদনে জোর দিয়েছে পাকিস্তান।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এম এইচ ডি/আইকেজে 

পাকিস্তান গাধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন