শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের চামান কারাগার থেকে পলাতক ১৭ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

গত বৃহস্পতিবার, পাকিস্তানের বেলুচিস্তানের চামান কারাগার থেকে ১৭ জন বড় ধরনের অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয় এবং একজন পুলিশের গুলিতে নিহত হয়।

জানা যায়, ভোরের দিকে ঈদের নামাজের জন্য সংরক্ষিত সময়ে এ ঘটনাটি ঘটে।

ব্যারাক নম্বর ৪ এর বন্দিরা খুন এবং খুনের চেষ্টাসহ গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল। তারা কর্তব্যরত অফিসারের উপর আকস্মিক হামলা চালায়। 

অন্ততপক্ষে ২০ জন বন্দি দায়িত্বরত পুলিশের উপর হামলা চালায় এবং প্রধান ফটকে থাকা সেন্ট্রির কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে গুলি চালায়। এতে একজন পুলিশ সদস্য আহত হন। 

পরবর্তীতে তারা প্রধান ফটকের তালায় গুলি করে ফটক খুলে পালিয়ে যায়।

চমন কারাগারটি নগরীর থানার কাছেই তাজ রোডে অবস্থিত।

বন্দিদের পালানোর পরপরই পুলিশ অনুসন্ধান অভিযান শুরু করে। 

হুদি পাখত এবং গোরাই কাহোল এলাকায় পুলিশ এবং পলাতক বন্দিদের মধ্যে সংঘর্ষের ফলে একজন বন্দি মারা যায় এবং অন্য দুজন আহত হয়, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসপি নাইমের ধারণা, বহিরাগত কেউ বন্দিদের পালাতে সাহায্য করেছে। 

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একইসাথে  পুলিশকে পলাতক বন্দিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

এ সময় সেখানে অবস্থানরত জেল ওয়ার্ডেনদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের জন্য কারাপ্রধানকে নির্দেশ দেন তিনি। 

বন্দিদের মধ্যে একজনকে পুনরায় গ্রেফতার করেছে বলে দাবি জানায় পুলিশ। ইতিমধ্যে জেলারসহ তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।


Important Urgent

খবরটি শেয়ার করুন