সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের রাষ্ট্রপতির বেতন বৃদ্ধির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। ফাইল ছবি

পাকিস্তানে চলা অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতির মধ্যেই দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন। এ নিয়ে দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানালেন তিনি।  

বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানি সংবাদ মাধ্যম ইকোনমি এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বর্তমানে প্রতি মাসে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ পাকিস্তানি রুপি বেতন পান। ২০২১ সালের ১লা জুলাই প্রথম ধাপে বেতন বাড়িয়ে প্রতিমাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি করার দাবি জানিয়েছিলেন তিনি। পরে চলতি বছর ১লা জুলাই দ্বিতীয় ধাপে বেতন বাড়িয়ে প্রতিমাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ পাকিস্তানি রুপি করার দাবি জানান আলভি। 

আগস্ট  মাসের শুরুর দিকে আরিফ আলভি নিজের সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন। এতে রাষ্ট্রপতির বেতন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। যদি তাঁর এই দাবি কার্যকর করা হয় তাহলে অনেক অর্থ তিনি বকেয়ো হিসেবেও পাবেন।

এম.এস.এইচ/

পাকিস্তান আরিফ আলভি

খবরটি শেয়ার করুন