সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক বিতর্ক সৃষ্টি করে উরফির আয় ২৪ কোটি টাকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বিনোদন জগতের অন্যতম চেনামুখ তিনি। তবে তার নেপথ্যে কি স্রেফ পেশাগত কারণ? মোটেই নয়! বিতর্ক তৈরি করায় উরফি জাভেদের জুড়ি মেলা ভার। কখনও নিজের পোশাক নির্বাচনের মাধ্যমে, কখনও আবার নিজের বেফাঁস মন্তব্যের মাধ্যমে কোনও না কোনও বিতর্ক সৃষ্টি করেন উরফি।

কখনও তাঁর পরনে পিৎজ়ার টুকরো। কখনও আবার ক্যামেরার সামনে তিনি নিজেকে ঢাকেন সেফটি পিন দিয়ে বানানো পোশাকে। একাধিক বিতর্কের কেন্দ্রে থাকা সত্ত্বেও সমাজমাধ্যমের সৌজন্যে বেশ জনপ্রিয় মুখ তিনি। যদিও নিজের সাহসের জন্য একাধিকবার বাহবাও পেয়েছেন উরফি। 

পোশাক নির্বাচন নিয়ে বরাবর বিতর্কের কেন্দ্রে থাকলেও সেই জনপ্রিয়তাকে ভাঙিয়েই দিব্যি দু’হাতে অর্থ উপার্জন করছেন উরফি। এমনকি, হিসাব করে দেখা গিয়েছে, প্রতি মাসে গুগল কর্তার থেকেও বেশি অঙ্কের টাকা নিজের ঝুলিতে ভরেন তিনি।

খবর, প্রতি মাসে প্রায় দু’কোটি টাকা রোজগার করেন উরফি। গণমাধ্যমের পাতা থেকে তো বটেই, পাশাপাশি, বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি থেকেও উরফির পকেটে আসে লক্ষ লক্ষ টাকা। 

আরো পড়ুন: হট পিঙ্ক শাড়িতে ভক্তদের ঘায়েল করলেন সামান্থা

সব মিলিয়ে প্রতি দিন প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা উপার্জন হয় তাঁর। বছরের হিসাবে সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ২৪ কোটি টাকায়। সেখানে ২০২২ সালে গুগল কর্তা সুন্দর পিচাইয়ের বার্ষিক আয় ছিল ১৬ কোটি টাকা।

অর্থাৎ, গুগল কর্তার চেয়ে অন্তত দেড় গুণ বেশি রোজগার করেন উরফি। এই উপার্জনের অঙ্ক যে পরবর্তীকালে আরও বাড়তে চলেছে, তা নিঃসন্দেহে বলা যায়।

সম্প্রতি গণমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রশ্নের মুখোমুখি হয়ে উরফি উত্তর, ‘‘আমি বাড়িতে থাকলে কিছুই পরি না!’ তবে কি বিবস্ত্র অবস্থাতেই থাকেন তিনি? উরফির সহজ উত্তর, ‘‘হ্যাঁ! আগে আমরা একটা ঘরে আট-দশ জন থাকতাম, এখন আমি একটা তিন কামরার অ্যাপার্টমেন্ট কিনেছি। আমি বাড়িতেও জামা পরি না, বাইরেও না।’’

তার উত্তর শুনে কিছুটা হকচকিয়ে গেলেন সঞ্চালিকাও। ন্যূনতম পাজামা ও টিশার্টও কি পরেন না উরফি? টেলিতারকা নিজের সহজাত ভঙ্গিতে উত্তর দেন, ‘‘আমি পাজামা উপরে পরি, আর টিশার্ট নীচে!’’

এসি/ আই. কে. জে/





উরফি পোশাক বিতর্ক

খবরটি শেয়ার করুন