রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা দুপুর আড়াইটায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন করছেন। শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো নিয়ে বৈঠক শেষ হয়েছে। ঘোষণা করা হবে দুপুর আড়াইটায়।

মঙ্গলবার (৭ নভেম্বর) ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। মজুরি বোর্ডের সভায় সিদ্ধান্ত অনেকটাই একমত হয়েছে মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। তবে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ও নির্ধারিত মজুরী কতো হবে তা শ্রম প্রতিমন্ত্রী নিজেই ঘোষণা করবেন। দুপুর ২টা ৩০ মিনিটের সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

ন্যূনতম মজুরি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন তৈরি পোশাক মালিকদের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মকসুদ বেলাল সিদ্দিকি, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনিসহ বোর্ডের সদস্যরা।

তবে বোর্ডের এক সদস্য জানান, মজুরি ১২ হাজার থেকে ১৩ হাজারের মধ্যে নির্ধারণ করা হচ্ছে। সেখানেও নির্ধারণ করা মজুরি কোন পক্ষ না মানলে সেটা যাবে প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রী দুই পক্ষকে ডেকেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেবে। এর আগেও ২০১৮ সালে ন্যূনতম মজুরি নির্ধারণে কোন পক্ষই সমঝোতায় না এলে প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছিলেন।

এর আগে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধির দেওয়া ২০ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। দুই পক্ষের দেওয়া প্রস্তাবে গড়ে প্রায় অর্ধেক ফারাক। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। সহিংস আন্দোলন হয়ে উঠে, যাতে গাজীপুরের দুজন পোশাকশ্রমিক মারা যান।

এসকে/ 

বিজিএমইএ ন্যূনতম মজুরি পোশাক শ্রমিক ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250