শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ! *** ভারতের মথ ডাল এ দেশে এসে মুগ ডাল হয়ে যাচ্ছে কেন *** জাহানারা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি

ফিলিস্তিনের সমর্থনে লন্ডন, ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ১ হাজারের বেশি ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর সুমাত্রার মিদানে আজ রোববার এই বিক্ষোভ হয়। বিক্ষোভের পাশাপাশি দেশজুড়ে ম্যাকডোনাল্ড এব‌ং স্টারবাকসহ ইসরাইলি পণ্য বর্জনের আহবান আসে।   

শহরের বাসিন্দা মোস্তফা কামাল আল জাজিরাকে বলেন, যখনই কোনও বিক্ষোভ হয় আমি আমার সন্তানকে নিয়ে আসি। আমি মনে করি মানবতার গুরুত্ব সর্ম্পকে তার জানা জরুরি। ফিলিস্তিনিরা স্বাধীনতা পাবে এবং একটি যুদ্ধবিরতি আসবে। কেননা যুদ্ধ চলতে থাকলে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এমন প্রত্যাশাই আমাকে এই বিক্ষোভে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। 


এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে লন্ডনে। তীব্র শীত উপেক্ষা করে লাখো বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে যোগ দেন শনিবার। হাজার হাজার বিক্ষোভকারী সেন্ট্রাল লন্ডনের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানান। মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভে নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগতরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান।

এদিকে ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৭০০ লোক প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

এইচ/ আই.কে.জে/

বিক্ষোভ ফিলিস্তিন গাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250