শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রিল্যান্সারদের সিআইপি মর্যাদা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফ্রিল্যান্সাররা যাতে সিআইপি (কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন) মর্যাদা পান, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, ফ্রিল্যান্সারদের আমরা ভালো মানের প্রশিক্ষণ দেবো। প্রশিক্ষণ নিয়ে যারা ডলার আয় করা শুরু করবেন, তারা দ্রুত সনদ বা স্বীকৃতি পাবেন। একইসঙ্গে ফ্রিল্যান্সারদের মধ্যে যারা সফল, তাদের সিআইপি মর্যাদা দেওয়ার যে দাবি উঠেছে, সেটা বাস্তবায়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) উদ্যোগে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল বাংলাদেশ দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আই.কে.জে/

ফ্রিল্যান্সারদের সিআইপি মর্যাদা দেবে সরকার

খবরটি শেয়ার করুন