রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বরশিতে ১৭ কেজির পাঙ্গাস, ২২ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

বরশিতে ১৭ কেজির পাঙ্গাস, ২২ হাজারে বিক্রি। ছবি: সংগৃহীত

বরগুনার এক জেলের বরশিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস। আর এ বৃহৎ আকৃতির মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আমতলীর পায়রা নদী থেকে এ মাছ ধরা হয়। 

জানা গেছে, আরপাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকেলে পায়রা নদীতে বরশি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে বরশিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙ্গাস। মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাই ভাই  মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭ কেজি। আড়ৎদার মাছটি ২২ হাজার টাকায়  বিক্রি করেন। 

জেলে সেরাজুম জানান, এ বছর নদীতে মাছের আকালের মধ্যে বরশিতে এত বড় পাঙ্গাস পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।

ওআ/





পাঙ্গাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন