শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মানবাধিকার লঙ্ঘনের অপরাধ

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাতিসংঘকে মুক্তিযুদ্ধ মঞ্চের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে বিএনপির রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধসহ বিএনপির শাসনামলে হাজার হাজার মানুষ খুন, গুম, ধর্ষণ, বোমা হামলা ও নির্যাতনের বিচারের দাবিতে রোববার (১০ ডিসেম্বর) গুলশান-২ গোলচত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক কার্যালয় এলাকা অভিমুখে পদযাত্রা শুরু করে সংগঠনটি।

পরে পুলিশ পদযাত্রা আটকে দিলে সংগঠনের একটি প্রতিনিধিদল মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করে।

ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন গুলশান ডিপ্লোমেটিক জোনের ডিসি রবিউল হাসান। প্রতিনিধিদলের সদস্যরা হচ্ছেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, দপ্তর সম্পাদক নুর আলম সরদার। এর আগে উক্ত মানববন্ধন কর্মসূচীতে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে বিএনপির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আরোও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা, সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক রুবেল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুবিয়া হাসান নিয়াতসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো-

১। সম্প্রতি দেশব্যাপী পুলিশের ওপর বোমা হামলা, গণপরিবহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অভিযোগে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

২। বিএনপি-জামাত জোটের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারাদেশে একযোগে বোমা হামলা, অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি, খুন, ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িতদেরকে বিশেষ ট্রাইবুনালে বিচার করতে হবে।

৩। ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ হাজার হাজার মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা ও সৈনিক হত্যার অভিযোগে সামরিক শাসক জিয়ার মরণোত্তর বিচার করতে হবে।

৪। মানবাধিকার লঙ্ঘন করে আন্দোলনের নামে সমগ্র দেশে আগুন দিয়ে হাজার হাজার মানুষ পুড়িয়ে হত্যা, খুন, ধর্ষণ ও নির্যাতনের অপরাধে বিএনপির রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে।

৫। জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও বোমা হামলার মদদদাতা বিদেশে পলাতক তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

ওআ/ আই.কে.জে/

বিএনপি-জামাত

খবরটি শেয়ার করুন