শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিতে থাকলে আনন্দের সঙ্গে নির্বাচনে আসতাম: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিএনপি একটি বড় দল। তাদের অনেক সমর্থন রয়েছে এই দেশে। আমি বিএনপিতে থাকলে অবশ্যই আনন্দের সঙ্গে নির্বাচনে আসতাম। তবে আমি তাদের সঙ্গে নেই। তাদের মতের সাথে আমার মত, তাদের আদর্শের সঙ্গে আমার আদর্শের কোনো মিল নেই। তারা আসবে কিনা সেটা তাদের ব্যাপার। 

বুধবার (২৯শে নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, নির্বাচনের কাজে বিদেশি কারো হাত দেওয়ার সুযোগ নেই। আমাদের কাজ আমরা করবো। আমরা গণতান্ত্রিক দেশ। আমরা সমাজে বাস করি। আমরা জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র। তাদের সব দেশে যাওয়া আসা আছে, তারা আসবে যাবে, চা খাবে, কথা বলবে এখানে দোষের কিছু নেই। তারা আরো কথা বলবে।

তিনি বলেন, এবার নিয়ে পঞ্চমবারের মতো আমি নির্বাচন করছি। এবার অনেক সুন্দর ও স্বচ্ছ পরিবেশ করেছে। মানুষ উৎসব করে আনন্দ করে ভোটের প্রস্তুতি নিচ্ছে। 

আরো পড়ুন: এবার তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এর আগে সকালে মন্ত্রী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রথম দফায় মনোনয়নপত্র জমা দেন। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল উপস্থিত ছিলেন।

এসকে/ 

বিএনপি পরিকল্পনামন্ত্রী মনোনয়নপত্র

খবরটি শেয়ার করুন