রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান *** ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ভুখা মিছিল ৩টায় *** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান *** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি

বিমানের ককপিটে রশ্মিকার ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চকোলেট বয় ইমেজ ভেঙে এবার ‘অ্যানিমাল’ ছবিতে এংগ্রি ইয়ং ম্যান লুকে ধরা দিতে চলেছেন অভিনেতা রণবীর কাপুর। কিন্তু ধুন্ধুমার অ্যাকশনের পাশাপাশি কি রোম্যান্স একেবারেই থাকবে না? মঙ্গলবার একটি পোস্টার প্রকাশ করে সেই প্রশ্নেরই উত্তর দিলেন নির্মাতারা।

যেখানে অভিনেতাকে দেখা গেল ছবির নায়িকা রশ্মিকা মান্ধানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বনে মগ্ন। সেই পোস্টার ইতিমধ্যে ভাইরাল।

এ যেন মাঝআকাশের রূপকথা। বিমানের ককপিটে বসেই এমন কাণ্ড ঘটালেন রশ্মিকা মন্দনা ও রণবীর কপূর যে, ছবি দেখে হইচই নেটপাড়ায়। এমনিতেই রশ্মিকার সঙ্গে বিজয় দেবেরাকোণ্ডার প্রেমের গুঞ্জন। শোনা যায়, একে অপরকে নিয়ে বেশ সিরিয়াস তাঁরা। অন্য দিকে, রণবীর ঘোরতর সংসারী।

আলিয়া ও কন্যা রাহাকে নিয়ে সংসার তাঁর। দিন কয়েক আগে সস্ত্রীক ফুটবল খেলার মাঠেও দেখা গিয়েছিল অভিনেতাকে। কিন্তু হঠাৎ রশ্মিকার ঠোঁটে ঠোঁট রেখে রণবীরের নিবিড় চুম্বন!

তবে আলিয়া অনুরাগীদের চিন্তার বিশেষ কারণ নেই। ছবিটি রণবীর ও রশ্মিকা অভিনীত অ্যানিমাল ছবির ‘হুয়া ম্যায়’ গানের দৃশ্যে। ছবিটি পোস্ট করেছেন রশ্মিকা, লিখেছেন ‘আমার প্রিয় গান’।

বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল ছবির প্রচার ঝলক। সেখানে রণবীরকে দেখা বোঝাই যাচ্ছিল, অ্যাকশনে ভরপুর এই ছবিতে ভয়ঙ্কর সব কাণ্ড করছেন রণবীর কপূর।

আরো পড়ুন: সালমানকে জড়িয়ে থাকা মুখ লুকানো রহস্যময়ী কে!

রোম্যান্টিক হিরোর বর্ম ত্যাগ করে এ বার অ্যাকশনকেই আপন করলেন রণবীর। এই প্রথমবার রশ্মিকার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার। তার মাঝেই দু’জনের এমন ছবি উৎসাহ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

রশ্মিকা ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কপূর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকাদের। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরই মুক্তি পাবে এই ছবি।

যদিও ডিসেম্বরে আসছে শাহরুখ খানের এই বছরের তিন নম্বর ছবি ‘ডাঙ্কি’ও। তাই আদৌ একই মাসে রণবীরের এই ছবি মুক্তি পাবে কি না, সেই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি নির্মাতারা।

এসি/ আই.কে.জে


রণবীর রশ্মিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250