বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ

বেনাপোল দিয়ে ভারত ছুটছেন হাজারও পর্যটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

বেনাপোল দিয়ে ভারত ছুটছেন হাজারও পর্যটক। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে পাসপোর্টধারীদের যাতায়াত বেড়েছে। টানা পাঁচ দিনের ছুটিতে বেশির ভাগই যাচ্ছে ভারতে। অনেকে পরিবার নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণ করতে যাচ্ছে। কেউ যাচ্ছে চিকিৎসাসেবা নিতে ও ব্যবসায়িক কাজে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত চার দিনে প্রায় ২৫ হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। তাদের মধ্যে শুধু শনিবার বেলা ২টা পর্যন্ত সাত হাজার যাত্রী যাতায়াত করেছেন। এর আগে গত ১৮ অক্টোবর ৫ হাজার ৬৪৮ জন, ১৯ অক্টোবর ৬ হাজার ৫৮৯ জন, ২০ অক্টোবর ৭ হাজার ৩৯০ জন যাতায়াত করেছেন। 

পাসপোর্টধারীরা জানান, কয়েক বছর করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকায় পাসপোর্টধারীরা ইচ্ছামতো ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারেননি। তবে এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভারত ভ্রমণে আর কোনো বাধা নেই। লম্বা ছুটি পেয়ে পরিবার নিয়ে পূজা উপভোগ করতে, দর্শনীয় স্থান ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে তারা ছুটছেন ভারতে। বাংলাদেশের স্বজনদের সঙ্গে পূজা উদযাপনের উদ্দেশ্যে ভারত থেকেও অনেকে আসছেন। 

ভারতগামী যাত্রী রঞ্জন কুমার বলেন, ‘এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছি। শনিবার রাত সাড়ে ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের কাজ শেষ করতে হয়েছে। দাঁড়ানোর জায়গাও নেই।’

ভারত থেকে আসা যাত্রী অমিত বলেন, ‘বাংলাদেশে এসেছি স্বজনদের সঙ্গে পূজা উদযাপন করতে। আর দর্শনীয় স্থানগুলোও ঘুরে দেখব।’

বেনাপোল স্থলবন্দরের আর্মড ব্যাটালিয়ন ক্যাম্পের পুলিশ পরিদর্শক সঞ্জিব কুমার বড়ই বলেন, যাত্রীর চাপ বাড়ায় কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে। তবে সব ধরনের হয়রানি ছাড়া পারাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

ওআ/




পর্যটক বেনাপোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250