ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগগুলোকে অস্বীকার করেন।
তবে তিনি বারবার তার সম্পত্তির পরিমাণকে ভুলভাবে উপস্থাপন করেছেন বলে রায় দেন নিউইয়র্কের একজন বিচারক।
তার বিরুদ্ধে আনা দেওয়ানী মামলার রায়ে বলা হয় তিনি বছরের পর বছর ধরে ব্যাংক এবং বীমাকারীদের সাথে প্রতারণা করে আসছেন।
ট্রাম্প এবং এই কাজের সাথে যুক্ত অন্যান্যরা অবশ্য যুক্তি দিয়ে বলেছেন তারা কখনোই কোন ধরনের জালিয়াতি করেননি।
উল্লেখ্য, নিউইয়র্কের এটর্নি জেনারেল, লেটিশিয়া জেমস প্রথম ট্রাম্প এবং ট্রাম্পের দুই ছেলে ও ট্রাম্প সংস্থার বিরুদ্ধে সম্পত্তির পরিমাণ নিয়ে অভিযোগ করেন।
তার দাবি ছিল অভিযুক্তকারীরা ঋণ এবং বীমাচুক্তিতে ভালো লাভ আদায় করতে সম্পত্তির পরিমাণ মিথ্যা বলছে।
আরো পড়ুন : ভারতে শুরু হতে যাচ্ছে এক দেশ এক ভোট নির্বাচনব্যবস্থা
এ বিষয়ে ট্রায়াল শুরু হবে আগামী ২ অক্টোবর এবং তা ডিসেম্বর মাস পর্যন্ত চলতে পারে। জেমস ২৫০০ লাখ মার্কিন ডলার জরিমানা এবং ট্রাম্পের ব্যবসা চালানোর উপরে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
রায়ে বিচারক এনগোরোন জানিয়েছেন যে, ট্রাম্পের কাগজপত্রে জালিয়াতির প্রমাণ স্পষ্ট রয়েছে। ট্রাম্পের ব্যবসায়িক অনুমোদনপত্র বাতিলের নির্দেশ দেন তিনি।
তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প এবং বিচারকের রায়কেও মিথ্যা বলেন তিনি।
আরো পড়ুন : সংগঠিত অপরাধ, সহিংসতা ও চরমপন্থীদের আস্তানা কানাডা : জয়শঙ্কর
চারটি ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে ৯১ টি অভিযোগ করা হয়েছে, যা এখন পর্যন্ত তিনি স্বীকার করেননি।
এসকে/ এএম/
খবরটি শেয়ার করুন